জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার তদারকি অভিযানে গতকাল ৩রা এপ্রিল রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারের ৪টি দোকানীকে ১৩হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান এ বাজার তদারকি অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারস্থ সুনীল সাহা মিষ্টান্ন ভান্ডারকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে ৫হাজার, কুন্ডু মিষ্টান্ন ভান্ডারকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে ২হাজার, দিলীপ স্টোরকে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে ১হাজার টাকা, আবির স্টোরকে পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন ও সংরক্ষণ না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে ৫হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, নির্ধারিত নিত্যপণ্যের মূল্য যথাযথভাবে বিক্রির সঠিকতা যাচাইসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়। জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।