ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
রাজবাড়ীতে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা শিক্ষকদের ৩দিনের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৪-০৪ ১৬:৪০:৩২

রাজবাড়ী জেলার মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায় শীর্ষক প্রকল্পের শিক্ষকগণের তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ গত ৩রা এপ্রিল উদ্বোধন করা হয়েছে। 

 প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সূবর্ণা রানী সাহা।

 অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাধারমন মন্দির(পুরাতন হরিসভা) সভাপতি জয়দেব কর্মকার ও সহ-সভাপতি শ্যামল পোদ্দার বক্তব্য রাখেন। 

 মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী প্রকল্প পরিচালক লিটন শিকদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম রাজবাড়ী জেলা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার ফারুক উদ্দিন।

 
রাজবাড়ী-ঢাকা-ভাঙ্গা রুটে দুই জোড়া নতুন ট্রেন উদ্বোধন আজ
রাজবাড়ীতে শুদ্ধ আবৃত্তি চর্চার কেন্দ্র কাব্যগৃহ’র আত্মপ্রকাশ
ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ীর ৩য় ক্যারিয়ার ফেস্ট অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ