ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ীতে আঞ্জুমান মুফিদুলের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ
  • রফিকুল ইসলাম
  • ২০২৪-০৪-০৬ ১৪:৩০:৪৫

রাজবাড়ী আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে গতকাল ৬ই এপ্রিল দুপুরে শহরের ভবানীপুর ড্রাই আইস ফ্যাক্টরী এলাকায় আঞ্জুমান মুফিদুলের প্রধান কার্যালয়ে লাশ দাফন কাজে নিয়োজিত ৪৩জন ব্যক্তির মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। 
 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ত্রাণ বিতরণ ও বক্তব্য  রাখেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সূবর্ণা রাণী সাহা। 
 এ সময় আঞ্জুমান মুফিদুল ইসলামের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, সহ-সভাপতি আবুল হোসেন কলেজের অধ্যক্ষ আহসানুল করিম হিটু, সাধারণ সম্পাদক ওয়াজি উল্লাহ মন্টু, কোষাধ্যক্ষ আবু দাইয়ান মোঃ জাহাঙ্গীর, আজীবন সদস্য বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব দেলোয়ার হোসেন, সদস্য শফিকুল ইসলাম ও আইন উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
 জানা গেছে, রাজবাড়ী পৌরসভার ১নং পৌর কবরস্থান, ভবানীপুর ২নং পৌর কবরস্থান, নিউ কলোনী, ২৮ কলোনী, ভকেশোনাল ও লক্ষ্মীকোল কবরস্থানে কবর খননকারী, লাশ গোসল ও দাফন কাজে নিয়োজিত ৪৩জন ব্যক্তির মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।

ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
আমরা সনাতনী যুবক সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সর্বশেষ সংবাদ