ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীতে ৩দিনের বুনিয়াদী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত
  • ষ্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৪-০৭ ১৫:৩৬:০২

রাজবাড়ী পৌরসভার শ্রী শ্রী রাঁধারমন(পুরাতন হরিসভা) মন্দির প্রাঙ্গেণে গতকাল ৭ই এপ্রিল মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৬ষ্ঠ পর্যায়ে শীর্ষক প্রকল্পের শিক্ষকগণের ৩দিন ব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ করা হয়েছে।  
 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ দিলিপ কুমার কর বক্তব্য রাখেন ও সনদপত্র বিতরণ করেন। 
 রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী প্রকল্প পরিচালক লিটন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস, রাঁধারমন মন্দির(পুরাতন হরিসভা) সভাপতি জয়দেব কর্মকার, সহ-সভাপতি শ্যামল পোদ্দার, হরিতলা মন্দিরের সভাপতি গনেশ মিত্র, সরকারি কর্মকর্তা জিতেন্দ্রনাথ সিং উপস্থিত ছিলেন। 
 অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার ফারুক উদ্দিন।
 জানা গেছে, ৩দিনব্যাপী এই প্রশিক্ষণে ৬৮জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করে। প্রশিক্ষণ সফল ভাবে সমাপ্ত করায় সকলকে সার্টিফিকেট প্রদান করা হয়।
 উল্লেখ্য, গত ৩রা এপ্রিল প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সুবর্ণা রানী সাহা।

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ