ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
কালুখালীতে গাঁজা ও কল্কিসহ মাদক বিক্রেতা নারী গ্রেপ্তার
  • মনির হোসেন
  • ২০২০-১০-০৮ ১৪:২৪:০৩

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে রাজবাড়ী জেলার কালুখালী রেল স্টেশন এলাকার নিজ বাড়ী থেকে ৮৭৫ গ্রাম গাঁজা ও সেবন করার কল্কিসহ আয়েশা বিবি ওরফে ফয়জুন্নেছা(৫৫) নামে এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। 
  গতকাল ৮ই অক্টোবর সকালে সহকারী পরিচালক তানভীর হোসেন খানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আয়েশা বিবি ওরফে ফয়জুন্নেছা কালুখালী উপজেলার মালিয়াট গ্রামের (রেল স্টেশনের উত্তর পাশের) মৃত মালেক শেখের স্ত্রী। 
  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আয়েশা বিবি ওরফে ফয়জুন্নেছা গাঁজার ব্যবসা করার পাশাপাশি নিজেও সেবন করে। অভিযানের সময় কল্কিতে করে গাঁজা সেবনরত অবস্থায় তাকে গ্রেফতার এবং তল্লাশী করে ৮৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালুখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।     

 

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ