ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
রাজবাড়ী জেলা তথ্য অফিসের আয়োজনে বালিয়াকান্দির বহরপুরে ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-১০-০৮ ১৪:২৫:০১
রাজবাড়ী জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল ৮ই অক্টোবর সকালে বালিয়াকান্দি উপজেলার বহরপুর গ্রামের বিল্লাল শেখের বাড়ীতে ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের আওতায় রাজবাড়ী জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল ৮ই অক্টোবর সকালে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর গ্রামের বিল্লাল শেখের বাড়ীতে ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়। 
  জেলা তথ্য অফিসার তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের গোয়ালপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা বেগম বক্তব্য রাখেন। 
  এছাড়াও ভিডিও কলে যুক্ত হয়ে অনুষ্ঠানে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের উপ-পরিচালক(প্রচার) হাসিনা আক্তার। 
  তিনি বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য এবং করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি রোধে করণীয়সহ বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন। জেলা তথ্য অফিসার তাহমিনা আক্তার এবং প্রধান শিক্ষক সালমা বেগম তাদের বক্তব্যে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম, প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, নারী শিক্ষার প্রয়োজনীয়তা, করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি রোধে করণীয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। স্থানীয় অর্ধ-শতাধিক নারী-পুরুষ ও শিশু সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে এই উন্মুক্ত বৈঠকে অংশগ্রহণ করেন।

 

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ