ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ী কাপড় বাজারে অগ্নিনির্বাপক বিষয়ক সচেতনতামূলক অভিযান
  • ষ্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৪-০৮ ১৮:০১:০৮

রাজবাড়ী শহরের রেলগেট, কাপড় বাজার ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে গতকাল ৮ই এপ্রিল জেলা প্রশাসনের উদ্যোগে অগ্নি নির্বাপক ও অগ্নি প্রতিরোধমূলক বিষয়ক সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়েছে। 
 জানা গেছে, রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানের নির্দেশনায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। সংশ্লিষ্ট সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই মূলত এ অভিযান পরিচালনা করা হয়।
 অভিযান পরিচালনাকালে সহযোগিতা করে রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালকসহ অন্যান্য সদস্যবৃন্দ, রাজবাড়ী বিদ্যুৎ সরবরাহ, ওজোপাডিকোর উপ-সহকারী প্রকৌশলী এবং রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি।

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ