ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-০৪-১৪ ১৬:৩৪:৩৭

প্রাণে প্রাণে লাগুক দোলা, নতুন আলোয় পূর্ণ হোক এ স্লোগানে তুলে ধরে গতকাল ১৪ই এপ্রিল সকাল ১০টায় গোয়ালন্দ পহেলা বৈশাখ উদযাপন পর্ষদের আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মধ্যে দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। 
 গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম মন্ডল বেলুন উড়িয়ে পহেলা বৈশাখের কার্যক্রম উদ্বোধন করেন। 
 পহেলা বৈশাখ উদযাপন পর্ষদের আহবায়ক মোঃ ইউনুস মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোঃ ছিদ্দিক মিয়া, পহেলা বৈশাখ উদযাপন পর্ষদের সদস্য সচিব মোঃ আবুল কালাম আজাদ সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
 উদ্বোধন শেষে গোয়ালন্দ সরকারী শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাটি বের হয়ে গোয়ালন্দ বাজার হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে স্থানীয় শিল্পিদের কণ্ঠে শুরু মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত।

পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ওয়াকাথন
বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবী
সর্বশেষ সংবাদ