ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
গোয়ালন্দ উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-০৪-১৪ ১৬:৩৬:০৪

বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপন উপলক্ষ্যে গতকাল ১৪ই এপ্রিল সকালে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 
 সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদের চত্বর থেকে একটি  বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের জামতলা পর্যন্ত প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
 গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে শোভাযাত্রায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সী, পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলজার হোসেন মৃধা, ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমজান হোসেন সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।
 শোভাযাত্রা শেষে উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালুর তত্ত্বাবধানে উপজেলা অডিটোরিয়ামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পকলা একাডেমীর শিল্পীদের পাশাপাশি স্থানীয় শিল্পীরা সেখানে গান পরিবেশন করেন।

পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ওয়াকাথন
বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবী
সর্বশেষ সংবাদ