বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ১৪ই এপ্রিল বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে মঙ্গল শোভাযাত্রাটি বালিয়াকান্দি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলার বাজার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষ উপজেলা পার্কের মুক্তমঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম।
এ সময় বায়িলাকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, সহকারী কমিশনার ভূমি হাসিবুল হাসান, থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস আলম প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন গ্রামীণ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।