রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ১৪ই এপ্রিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ- ১৪৩১ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জানা যায়, রবিবার সকাল ৯টায় পাংশা উপজেলা পরিষদ চত্বর থেকে ব্যানার-ফেস্টুন ও বাদ্যযন্ত্র সহকারে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। মঙ্গল শোভাযাত্রা শেষে পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে এবং যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাসের উপস্থাপনায় অনুষ্ঠানে পাংশার এসিল্যান্ড মোঃ মাসুদুর রহমান রুবেল, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) স্বপন কুমার মজুমদার, রাজবাড়ী জেলা পরিষদের সাবেক সদস্য, সাংস্কৃতিক সংগঠন নাট্যালোক’র সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার কুন্ডু, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ, ডাঃ মোঃ দেলোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, পিআইও মোঃ আসলাম হোসেন, আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী মোঃ রাকিব হাসান, পাংশা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খান এ আল মামুন, সমাজ সেবা কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দপ্তরের সহকারী প্রোগ্রামার তপু কুমার দেবনাথ, পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, সাংস্কৃতিক সংগঠন নাট্যালোক’র সাধারণ সম্পাদক সঞ্জীব কুন্ডু, পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ এবিএম ওহেদুজ্জামান ডাবলু, পাংশা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ আওয়াবুল্লাহ ইব্রাহিম, পাংশা সরকারী কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক মনজুরুল ইসলাম, পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রাশেদা খাতুন, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ মোতাহার হোসেন, কাজী আব্দুল মাজেদ একাডেমীর প্রধান শিক্ষক মুহাঃ শাহাদত আলী, পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মতিউর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, শিল্পকলা একাডেমীর শিক্ষকগণ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর ক্ষুদে নৃত্য শিল্পীরা নৃত্য এবং শিল্পীরা সংগীত পরিবেশন করেন। সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।