ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
বালিয়াকান্দির সমাধিনগরে ওষুধের দোকানীর জরিমানা
  • তনু সিকদার সবুজ
  • ২০২০-১০-০৮ ১৪:৩০:০১
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি দল গতকাল ৮ই অক্টোবর বালিয়াকান্দি উপজেলার সমাধিনগর বাজারে সীমা ফার্মেসী তদারকি অভিযান পরিচালনা করে -মাতৃকণ্ঠ।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলামের নেতৃত্বে গতকাল ৮ই অক্টোবর দুপুরে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউপির সমাধিনগর বাজারে তদারকি অভিযান পরিচালনা করা হয়। 
  অভিযানকালে ড্রাগ লাইসেন্স না থাকায় এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া যাওয়ায় বাজারের সীমা ফার্মেসী নামক একটি ওষুধের দোকানের মালিক মৃত্যুঞ্জয় সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 
  জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিক, বালিয়াকান্দি উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর পনিরুজ্জামান পনির ও বালিয়াকান্দি থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে। 
  এছাড়াও অভিযানকালে বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে ভেজাল-মেয়াদ উত্তীর্ণ পণ্য ও খাদ্য সামগ্রী বিক্রি না করার জন্য ব্যবসায়ীদেরকে সতর্ক করা হয়। 

 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ