ঢাকা মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
চরলক্ষীপুরে থেমে থাকা পাট বোঝাই ট্রাককে গ্যাসবাহী ট্যাঙ্ক লরির ধাক্কা॥হেলপার নিহত
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৪-০৪-১৭ ১৬:১৭:২১

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার চরলক্ষীপুর আহম্মদ আলী মৃধা কলেজ এলাকায় গত ১৬ই এপ্রিল দিনগত মধ্যরাতে দাঁড়িয়ে থাকা পাট বোঝাই ট্রাককে এলপি গ্যাসবাহী ট্যাঙ্ক লরির ধাক্কায় লরির হেলপার নিহত হয়েছে। 
 নিহত হেলপারের নাম দিলীপ শিকদার(৪০)। সে যশোর জেলার বাঘারপাড়া উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের রনজিৎ শিকদারের ছেলে।
 পাংশা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) একে এম হাসানুজ্জামান বলেন, রাত সাড়ে ১২টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ওপর চরলক্ষীপুর আহম্মদ আলী মৃধা কলেজ এলাকায় রাজবাড়ীমুখী একটি পাটবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী এলপি গ্যাসবাহী একটি ট্যাঙ্ক লরি ওই ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় লরি চালকের সহকারী গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে রাজবাড়ী হাসপাতালে পাঠায়। সেখান থেকে তাঁকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেও তার অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে সে মারা যায়।
 তিনি আরো বলেন, দুর্ঘটনার পরপরই দুটি গাড়ীর চালক পালিয়ে যায়। তাদের আটকের চেষ্টা চলছে।

স্থানীয় নির্বাচনে এমপি ও মন্ত্রীরা প্রভাব বিস্তার করতে পারবে না--নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষে ‘ওয়াটার বেল’ কার্যক্রম
রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যানকে সতর্ক করলো জেলা নির্বাচন অফিসার
সর্বশেষ সংবাদ