ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
গোয়ালন্দে বিষবৃক্ষ তামাক চাষে আগ্রহী হচ্ছে কৃষকেরা
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-০৪-২০ ২০:১৭:৩৭

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় অধিক মুনাফার আশায় বিষবৃক্ষ তামাক চাষে আগ্রহী হচ্ছেন স্থানীয় কৃষকেরা। 
 তামাক চাষ মাটি, পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেনেও এটি চাষের দিকে ঝুঁকছেন তারা। ফলে উপজেলায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে তামাক চাষ। 
 জানা গেছে, উপজেলার উজানচর, ছোট ভাকলা, দেবগ্রাম, দৌলতদিয়া ইউনিয়ন এবং পৌরসভার বিভিন্ন মাঠে দিনে দিনে ব্যাপক হারে তামাক চাষবাদ বৃদ্ধি পেয়েছে। এতে জমির উর্বরতা শক্তি নষ্ট হওয়ায় অন্য ফসল চাষ করা কঠিন হয়ে পড়েছে। এছাড়াও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেনেও তামাক চাষ করছেন উপজেলার চাষীরা।
 উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, ২০২১-২২ অর্থ বছরে গোয়ালন্দের চারটি ইউনিয়নের মধ্যে দৌলতদিয়ায় দশমিক ৫০ হেক্টর ও উজানচরে ৩ হেক্টর জমিতে তামাক চাষ হয়। ২০২২-২৩ অর্থ বছরে দৌলতদিয়ায় ১ হেক্টর ও উজানচরে ৪ হেক্টর এবং ২০২৩-২৪ অর্থ বছরে দৌলতদিয়ায় ১ হেক্টর ও উজানচরে ৭ হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে। তাদের হিসেবে দুই বছরে দ্বিগুণ পরিমাণ তামাকের আবাদ হয়েছে। এর মধ্যে উজানচর ইউনিয়নে সবচেয়ে বেশি।
 সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলার দুর্গম এলাকাগুলোর কৃষকেরাও তামাক চাষে ঝুঁকছেন। অর্থাৎ মাঠ পর্যায়ে তামাক চাষের পরিমাণ আরও বেশি রয়েছে। উপজেলার এসব ইউনিয়নগুলোতে টোব্যাকো কোম্পানীগুলো অতিরিক্ত মুনাফার লোভ দেখিয়ে চাষীদের দিয়ে তামাক চাষ করিয়ে নিচ্ছে।
 কৃষকেরা জানান, কৃষি বিভাগের হিসেবের চেয়ে কয়েক গুণ বেশি চাষ হয়েছে তামাক। নানা কারণে তামাক চাষ থেকে বের হতে পারছেন না তারা। বিভিন্ন কোম্পানীর প্রতিনিধি মাঠ চষে তাদের তামাক চাষে উদ্বুদ্ধ করছেন। ফলে প্রতি বছর নতুন নতুন চাষী যুক্ত হচ্ছেন।
 স্থানীয় তামাক চাষীরা জানান, জমিতে খাদ্যশস্য চাষ করে তারা খুব বেশি লাভবান হতে পারেননি। প্রতি বিঘা জমিতে তামাক চাষে বীজ, সার, কীটনাশক ও পরিচর্যাসহ মোট ব্যয় হয় ২৫ থেকে ৩০ হাজার টাকা। যার একটা অংশ সহজ শর্তে ব্যয় করে টোব্যাকো কোম্পানীগুলো। দামও ভালো পাওয়া যায়, লোকসানের কোনো সম্ভাবনা নেই। এ কারণেই তারা তামাক চাষের দিকে বেশি ঝুঁকছেন।
 উপজেলার উজানচর ইউনিয়নের হাবিল মন্ডল পাড়ার কৃষক নেকবার আলী বলেন, তামাক চাষে প্রচুর পরিশ্রম ও স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, তবুও বিষাক্ত তামাক চাষ করছেন। কারণ, তামাক চাষ ও বিক্রি নিয়ে কোনো দুশ্চিন্তা নেই এবং লোকসানেরও সম্ভাবনা নেই।
 মোবারক শেখ নামে এক কৃষক বলেন, গত বছর পাঁচ বিঘা জমিতে তামাক চাষ করেছিলেন। পেঁয়াজ ক্ষেতে সাথি-ফসল হিসেবে তামাক চাষ করেছেন। তামাক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু লাভও তো বেশি হচ্ছে।
 একই ইউনিয়নের আরেক কৃষক সোবাহান শেখ বলেন, তিনি ৪ বিঘা জমিতে তামাক রোপণ করেছেন। কোম্পানী এক একর জমিতে তামাক রোপণের জন্য ৪হাজার টাকা, ৬হাজার টাকা মূল্যের ৫০ কেজির এক বস্তা সার, ৫হাজার টাকা দামের একটি ত্রিপল(তামাকপাতা ঢাকতে), হাত মোজা, মাস্ক ও বিশেষ জুতা দেয়। কোম্পানী তামাকপাতা কিনে নেওয়ার সময় আগের দেওয়া ঋণের টাকাসহ সব টাকা কেটে রেখে দেবে। এ বছর প্রতি কেজি তামাকপাতা ১৭৫ টাকা দামে দেওয়া হবে বলে কোম্পানীগুলো জানিয়েছে।
 উজানচরে স্ত্রী, দুই সন্তান নিয়ে তামাক শুকাচ্ছেন মোঃ হামিদ শেখ। এসময় তামাক পাতায় বিষ থাকার কথা বললে তিনি বলেন, অন্য ফসলের চেয়ে তামাক চাষে লাভ বেশি। তাছাড়া একদিন তো মরেই যাবো। এজন্য এখন আর এগুলো করে ভয় পাইনা। আমাদের কোন সেফটি লাগেনা। ভাত খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুয়ে নিই।
 ব্রিটিশ-আমেরিকা টোব্যাকো কোম্পানীর গোয়ালন্দের দায়িত্বপ্রাপ্ত মাঠকর্মী মোঃ মামুন বলেন, কোম্পানী থেকে বিনা মূল্যে কিছু দেওয়া হয় না। কৃষকদের সুবিধার্থে সুদমুক্ত ঋণ হিসেবে একরপ্রতি তামাক রোপণের খরচ বাবদ টাকা, সার, বীজসহ আনুষঙ্গিক উপকরণ দেওয়া হয়। তামাক নেওয়ার সময় এসব টাকা কেটে রেখে বাকি টাকা কৃষককে বুঝিয়ে দেওয়া হয়।
 উজানচর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা লক্ষ্মণ কুমার বলেন, প্রকৃত পক্ষে তাদের হিসেবের চেয়ে কয়েক গুণ বেশি তামাক চাষ হয়েছে। কৃষকদের বোঝানো হলেও তারা বাড়তি লাভের আশায় স্বাস্থ্য ও জমির ক্ষতির চিন্তা না করে তামাক চাষে ঝুঁকছেন।
 গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ শরিফুল ইসলাম বলেন, তামাক ও তামাকজাত পণ্য শরীরের জন্য খুবই ক্ষতিকর। তামাক থেকে জর্দা, গুল, বিড়ি, সিগারেটসহ বিভিন্ন ক্ষতিকর পণ্য তৈরি হয়। তামাক প্রক্রিয়াজাতকরণ ও ব্যবহারের ফলে মুখে ক্যান্সার, উচ্চ রক্তচাপ বৃদ্ধি হয়ে ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক হওয়ার মতো ঝুঁকিও থাকে। এছাড়া যে এলাকায় তামাক চাষ হয়, তার আশপাশের মানুষেরও শ্বাসকষ্ট, চর্মরোগসহ নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
 উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ খোকনউজ্জামান বলেন, তামাক চাষ ক্ষতিকর, এটা কম-বেশি সবাই জানেন। শুনেছেন, তামাক চাষীরা সিগারেট কোম্পানীর সহযোগিতায় সাথি ফসলের সঙ্গে অধিক মুনাফার জন্য তামাক চাষ করছেন। তামাক চাষ বেড়ে যাওয়ায় তারাও শঙ্কিত। ক্ষতিকর তামাক চাষে নিরুৎসাহিত করার জন্য তারা মাঠপর্যায়ে নিয়মিত সভা সেমিনার করছেন এবং কৃষকদের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে বোঝাচ্ছেন। যাতে তারা তামাক চাষ বাদ দিয়ে খাদ্য শস্য চাষে ফিরে আসেন।

পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ওয়াকাথন
বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবী
সর্বশেষ সংবাদ