ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ইসলামপুরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ নিয়ে মাঠ দিবস
  • তনু সিকদার সবুজ
  • ২০২৪-০৪-২২ ১৯:২৭:৫৭

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের হুলাইল গ্রামে গতকাল ২২শে এপ্রিল সকালে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশিক্ষণ কর্মকর্তা গোলাম রসূল বক্তব্য রাখেন।
 এ মাঠ দিবস অনুষ্ঠানে ইসলামপুর ইউনিয়নের ৫০ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন।
এসময় বালিয়াকান্দি উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আরিফুর রহমান, উপ-সহকারী কৃষি অফিসার শেখ আমিনুল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার আকরাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ