ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
রাজবাড়ীতে পুলিশের দক্ষতা উন্নয়ন কোর্সের সনদ বিতরণ
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৪-০৪-২৫ ১৭:৫৯:৪৮

রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে গতকাল ২৫শে এপ্রিল সকালে পুলিশ লাইন্সের ড্রিলসেডে সপ্তাহ ব্যাপী মেয়াদী কনস্টেবল এবং নায়েকদের ‘দক্ষতা উন্নয়ন কোর্স’ এর ১৫তম ব্যাচের প্রশিক্ষণ কর্মসূচির সনদ বিতরণ করা হয়েছে।
 রাজবাড়ী পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ পিপিএম(সেবা) এর পক্ষে সনদ বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ রেজাউল করিম।
 সনদ বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান, কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ মমিনুল ইসলামসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
 জানা গেছে, বাংলাদেশ পুলিশে কর্মরত সকল সদস্যদের পদমর্যাদা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির ১সপ্তাহ মেয়াদী(অন দ্যা জব ট্রেইনিং) চালু করার নির্দেশনার প্রেক্ষিতে গত ২০শে এপ্রিল রাজবাড়ী জেলায় ‘দক্ষতা উন্নয়ন কোর্স’ এর কার্যক্রম শুরু হয়।

আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে ঃ রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম
বসন্তপুরে ইমাম কমিটির উদ্যোগে খাবার স্যালাইন ও শরবত বিতরণ
রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে সাইবার নিরাপত্তা সংক্রান্ত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ