বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামে গত ২৮শে এপ্রিল দিনগত রাতে মোবাইল কোর্ট পরিচালনা করে একটি বাল্যবিবাহ বন্ধ করেছে উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান
জানা গেছে, ইলিশকোল গ্রামের কার্তিক দেবনাথের ভাগ্নির জাল জন্ম সনদ তৈরী করে বাল্যবিবাহ দেবার প্রস্তুতি চলছিলো। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে সহকারী কমিশনার(ভূমি) সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করে বাল্য বিবাহটি বন্ধ করেন।
বাল্য বিবাহ কাজে সহযোগিতা করায় মেয়ের মামা কার্তিক দেবনাথকে ১০ হাজার টাকা জরিমানা এবং বয়স না হওয়া কন্যাকে বিবাহযোগ্যা বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেবার মুচলেকা গ্রহণ করা হয়।
বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার(ভূমি) হাসিবুল হাসান বলেন, খবর পেয়েই ইলিশকোল গ্রামে অভিযান চালিয়ে বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। তার জন্ম সনদটি জাল ছিল। আগামীতে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।