‘শ্রমিক মালিক গড়বো দেশ-স্মার্ট হবে বাংলাদেশ’-এ শ্লোগানে গতকাল ১লা মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে গোয়ালন্দে রাজবাড়ী জেলা মটর শ্রমিক এবং নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে পৃথক ভাবে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
সকাল ১০টায় রাজবাড়ী জেলা মটর শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-১৭২৭) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মোস্তফা মুন্সী বক্তব্য রাখেন।
সংগঠনের সভাপতি মোঃ শহীদ মোল্লা সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রনি, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হুমায়ূন কবির পলাশ, উপজেলা যুব লীগের সভাপতি রফিকুল ইসলাম সালু, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি এবিএম বাতেনসহ মটর শ্রমিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন গোয়ালন্দ মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ ইসলাম মোল্লা।
অপরদিকে একই দিনে বেলা ১১টার দিকে গোয়ালন্দ উপজেলা নির্মাণ-শ্রমিক ইউনিয়ন(রেজিঃ নং-৩৫৭৮) এর সভাপতি মোঃ রাজ্জাকের সভাপতিত্বে শহীদ মুক্তিযোদ্ধা ফকীর মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নির্মাণ শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইখলাছের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।