ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
দৌলতদিয়ায় মহান মে দিবসে বর্ণাঢ্য রালী ও আলোচনা সভা
  • প্রতিনিধি
  • ২০২৪-০৫-০২ ১৭:৪৭:৫৩

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটের বাস টার্মিনালে গত ১লা মে বিকেলে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে ১২টি ট্রেড ভিত্তিক শ্রমিক সংগঠনের যৌথ আয়োজনে বর্ণাঢ্য রালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
 বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন তপু সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাবেক গোয়ালন্দ পৌর আওয়ামী লীগ সভাপতি গোলাম মাহবুবুর রাব্বানী ও গোয়ালন্দ  উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি এবিএম আব্দুল বাতেন প্রমূখ বক্তব্য রাখেন।
 এছাড়া অন্যান্যদের মধ্যে বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন, দৌলতদিয়া ঘাট শাখা সাধারণ সম্পাদক আঃ সালাম মিয়া, দৌলতদিয়া ঘাট হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি বাবুল সরদার, দৌলতদিয়া লঞ্চ ঘাট হকার্স যুব উন্নয়ন সঞ্চয় সমিতির সভাপতি বাবুল মন্ডল, দৌলতদিয়া ঘাট শাখা নির্মাণ শ্রমিক ইউনিয়ন সভাপতি উজ্জল সরদার, দৌলতদিয়া ঘাট অটো রিকসা মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হক শেখ, দৌলতদিয়া সিএনজি মালিক সমিতির সভাপতি মোকছেদ শেখ, রাজবাড়ী জেলা ডিজেল চালিত মাহেন্দ্র মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ফজলু মোল্লা ও দৌলতদিয়া ঘাট লেবার শ্রমিক ইউনিয়নের নেতা লালমিয়া মন্ডল, রাজবাড়ী জেলা বাস মিনিবাস কোচ চালক ও সড়ক পরিবহন ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক বক্তব্য রাখেন।
 অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ দৌলতদিয়া ঘাট শাখার সভাপতি মোঃ নুরুল ইসলাম নুরাল মোল্লা।
 অনুষ্ঠান সঞ্চালনা করেন দৌলতদিয়া বহুমুখী হকার্স সমবায় সমিতির সভাপতি মোঃ বাবুল সরদার ও দৌলতদিয়া হকার্স ঐক্য কল্যাণ সমিতির সভাপতি বাবু মন্ডল। 
 আলোচনা সভা শেষে বিভিন্ন সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী র‌্যালিতে অংশ করেন। 

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ
দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত নারী ও এনজিও’র সাথে ডিসির মতবিনিময়
কালুখালীতে শীতার্তদের মাঝে  রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ