ঢাকা রবিবার, মে ১৯, ২০২৪
পাংশা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত নির্বাচনী ব্রিফিং
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-০৫-০৭ ১৫:৪৯:৫৩

আসন্ন ৮ই মে অনুষ্ঠিতব্য পাংশা উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে গতকাল ৭ই মে সকালে পাংশা সরকারী কলেজ মাঠে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। 

 নির্বাচনী ডিউটিতে নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর সকল পদমর্যাদার ৬৫০ জন পুলিশ ও ১৮০০ জন আনসার সদস্য অংশগ্রহণ করেন।

 নির্বাচনী ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ,পিপিএম(সেবা) বক্তব্য রাখেন। 

 ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে সততা, নিষ্ঠা ও পেশাদায়িত্বের সাথে দায়িত্ব পালনের জন্য নির্বাচন ডিউটিতে নিয়োজিত সকল আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার। 

 এ সময় নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠানে আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট রাশেদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান, সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) স্বপন কুমার মজুমদারসহ নির্বাচনী ডিউটিতে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

মেলার লটারিতে মোটর সাইকেল পেল মা; কপাল পুড়ল মেয়ের!
দৌলতদিয়া ঘাটে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোস্তফা মুন্সীর পথসভা অনুষ্ঠিত
দক্ষিণবাড়ী গ্রামে আনারসের সমর্থকের মাথা ফাটালো প্রতিপক্ষের সমর্থকেরা
সর্বশেষ সংবাদ