রাজবাড়ী জেলার জনপ্রিয় ও পাঠক নন্দিত পত্রিকা দৈনিক মাতৃকন্ঠের পাংশা উপজেলা প্রতিনিধি মোক্তার হোসেনের ৫৫তম জন্মদিন উপলক্ষ্যে গত ৮ই মে বিকালে পাংশা সরকারী কলেজের শেখ রাসেল মঞ্চে কেক কেটে উদযাপন করা হয়েছে।
এ সময় দৈনিক মাতৃকন্ঠ পত্রিকার সম্পাদক এবং রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি এম মনিরুজ্জামান, কাজী আব্দুল কুদ্দুস বাবু, সিনিয়র সাংবাদিক এম দেলোয়ার হোসেন, সাজিদ হোসেন, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি হেলাল মাহমুদ, সাধারণ সম্পাদক মোঃ শিহাবুর রহমান, সহ-সভাপতি আসহাবুল ইয়ামিন রয়েন, সহ-সম্পাদক মোঃ সোহেল মিয়া, মোঃ মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, অর্থ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সদস্য মীর সামসুজ্জামান সৌরভ, মিঠুন গোস্বামী, মঈনুল হক মৃধা, মাতৃকণ্ঠের স্টাফ রিপোর্টার সুজন বিষ্ণু, গ্লোবাল টিভির খন্দকার রবিউল ইসলাম, দৈনিক তৃতীয় মাত্রার শেখ রনজু, সাংবাদিক শেখ মামুন ও মোর্শেদ আলম মালেকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।