ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
নির্বাচনে কার কি ভূমিকা ছিল তা জানি,সংগঠনের সাথে যারা বেইমানি তাদের সংশোধন হতে হবে -জিল্লুল হাকিম
  • মোক্তার হোসেন
  • ২০২৪-০৫-১১ ১৫:১২:৪৮

 রেলপথ মন্ত্রী ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপির সাথে তার পাংশা শহরস্থ বাসভবনে গতকাল ১১ই মে রাতে পাংশা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো এবং কালুখালী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় করেছেন।

 উপজেলা নির্বাচন পরবর্তী এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মধ্য দিয়ে জনসম্পৃক্ততা অর্জন করতে হবে। 

 তিনি বলেন, এবারের নির্বাচনে আমি একটু দূরে থাকলেও নির্বাচনে দলীয় নেতাকর্মীদের কার কি ভূমিকা ছিল তা আমি জানি। এবারের নির্বাচন থেকে শিক্ষা নিয়ে সংগঠনের কাজ করতে হবে। সংগঠনের সাথে যারা বেইমানি করেছে, নির্বাচনে যারা সক্রিয় ভূমিকা রাখেনি তাদের সংশোধন হতে হবে বলে তিনি উল্লেখ করেন। 

 পাংশা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, কালুখালী উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পাংশা পৌরসভার সাবেক মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার সেলিম হোসেন রোনো, পাংশা পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি দীপক কুন্ডু, পাংশা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র ওদুদ সরদার, পাংশা উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা পারভীন ইতিসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ