ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
জুম কনফারেন্সিংয়ের মাধ্যমে রাজবাড়ী জেলা আইন-শৃঙ্খলা কমিটিসহ বিভিন্ন কমিটির সভা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-১০-১১ ১৬:৪৫:০১
জুম কনফারেন্সিংয়ের মাধ্যমে গতকাল ১১ই অক্টোবর রাজবাড়ী জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

জুম কনফারেন্সিংয়ের মাধ্যমে গতকাল ১১ই অক্টোবর রাজবাড়ী জেলা আইন-শৃঙ্খলা কমিটিসহ সংশ্লিষ্ট অন্যান্য কমিটির সভা জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

  সভায় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম-বার, সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন এবং উপজেলা নির্বাহী অফিসারগণসহ কমিটিগুলোর সদস্যগণ ভার্চ্যুয়ালী সভায় অংশগ্রহণ করেন। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরকার আব্দুল্লাহ আল-মামুন বাবু। 

  সভায় মা ইলিশ রক্ষায় আগামী ১৪ই অক্টোবর থেকে ৪ঠা নভেম্বর পর্যন্ত ২২দিন রাজবাড়ী জেলায় ইলিশ আহরণ, বহন, ক্রয়-বিক্রয় নিষিদ্ধকরণ নিশ্চিত করা, দেশের হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

শীতার্ত হতদরিদ্র মানুষের মাঝে রাজবাড়ী জেলা প্রশাসকের কম্বল বিতরণ অব্যাহত
মহান বিজয় দিবসে জেলা প্রশাসকের বাণী
শহিদ বুদ্ধিজীবী দিবসে জেলা প্রশাসকের বাণী
সর্বশেষ সংবাদ