‘শেখ হাসিনার বারতা-নারী পুরুষ সমতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালুখালী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে গতকাল ১২ই মে সকালে বিশ্ব মা দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে কালুখালী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের উপজেলা সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা।
এ সময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার, কালুখালী থানার এসআই সুবোধ চন্দ্র বর্মন, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মুনির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলার সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সাগর কুমার দাসসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা বিশ্ব মা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, ১৯১৪ সালে যুক্তরাষ্ট্রে ১২ই মে প্রথম মা দিবস পালিত হয়। সেই থেকে সারা বিশ্বে এ মা দিবস পালিত হয়ে থাকে। তিনি আরো বলেন, সৃষ্টিকর্তার পরেই মায়ের স্থান। তাই তিনি উপস্থিত সবাইকে সকল মায়েদের ভালোবাসা এবং সম্মান দেওয়ার কথা বলেন।