ঢাকা সোমবার, ডিসেম্বর ৩০, ২০২৪
পাংশা উপজেলায় বিশ্ব মা দিবস পালিত
  • মোক্তার হোসেন
  • ২০২৪-০৫-১২ ১৬:১২:০২

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে গতকাল ১২ই মে বিকালে বিশ্ব মা দিবস-২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 জানা যায়, গতকাল রবিবার বিকাল ৩টায় দিবসটি পালনে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে এবং মহিলা উদ্যোক্তা সুলতানা শবনম ইয়াসমিন স্বপ্নার উপস্থাপনায় আলোচনা সভায় পাংশা উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ, সমাজসেবা কর্মকর্তা রবিউল ইসলাম, পাংশা সরকারী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক ডলি পারভীন, ডাঃ নুসরাত জাহান ও শান্তা বিশ্বাস প্রমূখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আঃ সালাম সিদ্দিকী।

 অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্বেচ্ছাসেবী মহিলা উন্নয়ন সংস্থার কর্মকর্তাগণসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ
সোনাকান্দর ডেভলপমেন্ট ক্লাবের ৫ম বর্ষে পদার্পণে আলোচনা সভা-শিক্ষা বৃত্তি প্রদান
 পাংশায় মারকাজুত তাহফিজ মডেল মাদরাসার নতুন ভবন উদ্বোধন
সর্বশেষ সংবাদ