বালিয়াকান্দি উপজেলার ১৭টি এতিমখানার এতিমদের জন্য খেজুর বিতরণ করা হয়েছে।
গতকাল ১৭ই মে সকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণ মন্ত্রণালয়ের দেয়া ৪০ কার্টন খেজুর এতিমখানার প্রধানদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ নাসরিন সুলতানা উপস্থিত ছিলেন।