রাজবাড়ী জেলার পাংশায় এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাবে গতকাল ১৬ই মে বিকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় গ্রন্থকেন্দ্রের জাতীয় ভিত্তিক গ্রন্থপাঠ কর্মসূচির প্রবন্ধ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
দু’টি ক্যাটাগরিতে অসমাপ্ত আত্মজীবনী বইয়ের আলোকে “বঙ্গবন্ধু শেখ মুজিব” সম্পর্কে ৫০০ শব্দের মধ্যে প্রবন্ধ এবং জাহানারা ইমাম রচিত “একাত্তরের দিনগুলি” বইয়ের আলোকে ১৯৭১ সালের ঢাকা বিষয়ে ৩০০ শব্দের প্রবন্ধ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আয়োজিত অনুষ্ঠানে এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাবের সাধারণ সম্পাদক এবং পাংশা পৌরসভার সাবেক মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, ড. কাজী মোতাহার হোসেন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু, পাংশা সরকারী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান হাজারী আবুল হাসিম, পাঠাগারের দপ্তর সম্পাদক শেখ মুহাম্মদ সবুর উদ্দিন, পাঠাগারের আজীবন সদস্য সাংবাদিক মোঃ মোক্তার হোসেন, কবি মোঃ এবাদত আলী সেখ ও সহিদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
পাঠাগারের দপ্তর সম্পাদক শেখ মুহাম্মদ সবুর উদ্দিন জানান, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের দু’টি ক্যাটাগরিতে মোট ১৭জন শিক্ষার্থী প্রবন্ধ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। এসব প্রতিযোগিতায় পাঠ অভ্যাস বৃদ্ধি পাবে বলে তিনি অভিমত প্রকাশ করেন।
পাঠাগারের সাধারণ সম্পাদক আব্দুল আল মাসুদ বিশ্বাস জ্ঞান অর্জনের লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়মিতভাবে পাঠাগারে বসে কিংবা পাঠাগার থেকে বই নিয়ে পড়ার গুরুত্বারোপ করেন।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের সভাপতি প্রবন্ধ প্রতিযোগিতা অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধান করেন।