ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনা
  • মাহফুজুর রহমান
  • ২০২৪-০৫-১৯ ১৫:১০:৫৩

রাজবাড়ী শহরের শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এ জেলা ও উপজেলা পর্যায়ে ৫টি ক্যাটাগরীতে শ্রেষ্ঠ হওয়ায় প্রধান শিক্ষক, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

 গতকাল ১৯শে মে সকালে শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ, শিক্ষার্থী ও অভিভাবকরা এ অনুষ্ঠানের আয়োজন করে।

 অনুষ্ঠানে শুরুতে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী। এ সময় বিদ্যালয়ের কৃতি ৩জন ছাত্রীর গলায় ফুলের মালা পড়িয়ে দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি।

 জানা গেছে, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এ জেলা পর্যায়ে প্রথম বারের মতো রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয় ও ধারাবাহিক ভাবে তিনবার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম ও তাৎক্ষনিক অভিনয়ে প্রিয়ন্তী প্রামানিক নির্বাচিত হয়। এছাড়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী সুরভী সরকার, উচ্চাঙ্গ নৃত্যে আর্শিনূর খেয়া নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়। 

 বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপন কুমার পালের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, অভিভাবক সদস্য খোন্দকার জহির ইকবাল, সহকারী প্রধান শিক্ষক প্রণব কুমার প্রামানিক, হাফিজুর রহমান, প্রতাপ মন্ডল, মোঃ সিয়াম, রইচ উদ্দিন, মাহফুজা খানম, শিল্পী বেগম, রোকেয়া ও উর্মিসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ