ঢাকা শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫
রাজবাড়ী সদরের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান রাজু’র কৃতজ্ঞতা প্রকাশ
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-০৫-২৩ ০৬:২৮:৩৭

রাজবাড়ী সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রনেতা নাহিদুল আলম রাজু।

 গত ২১শে মে ৬ষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপে রাজবাড়ী সদরের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে বেসরকারী ভাবে ফলাফল ঘোষণা করা হয়। প্রাপ্ত ফলাফল অনুযায়ী নাহিদুল আলম রাজু ‘গ্যাস সিলিন্ডার’ প্রতীক নিয়ে ১৯ হাজার ৪৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

 সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানা গেছে, ভাইস চেয়ারম্যান পদে নাহিদুল আলম রাজু ‘গ্যাস সিলিন্ডার’ প্রতীকে ১৯ হাজার ৪৯৪ টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মান্নান মুসল্লী ‘চশমা’ প্রতীকে ১১ হাজার ১০১ ভোট পেয়েছেন। 

 জানা গেছে, সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান নাহিদুল আলম রাজু রাজবাড়ী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ১নং বেড়াডাঙ্গা এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত শামসুল আলম। রাজু দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলো। রাজবাড়ী জেলা ছাত্রলীগের আগের কমিটির সাবেক ১নং সহ-সভাপতি ছিলেন। বর্তমানে তিনি যুবলীগের রাজনীতির সাথে জড়িত রয়েছেন। রাজনীতির পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করছেন। এছাড়াও ক্রীড়া প্রেমী লোক হিসেবে সবার কাছে পরিচিত রাজু। তরুণ প্রজন্মের কাছে রাজুর রয়েছে বেশ জনপ্রিয়তা। মাদক থেকে যুবকদের দূরে রাখতেও রাজুর রয়েছে ব্যাপক ভূমিকা।

 সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান নাহিদুল আলম রাজু বলেন, আলহামদুলিল্লাহ, আমি রাজবাড়ী সদর উপজেলাবাসীর কাছে চিরকৃতজ্ঞ। তারা আমার ওপর আস্থা রেখেছে। তাদের রায়ে আমি রাজবাড়ী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছি। ইনশাআল্লাহ আমি রাজবাড়ী সদর উপজেলাবাসীর সুখ-দুঃখে, বিপদে আপদে পাশে থাকবো। সদর উপজেলাবাসীর জন্য কাজ করবো। তরুণ সমাজের জন্য কাজ করবো। সর্বোপরি রাজবাড়ী সদর উপজেলাকে মডেল উপজেলা পরিষদ হিসেবে গড়ে তুলবো। আমি রাজবাড়ী সদর উপজেলাবাসীর সহযোগিতা কামনা করছি।

 

রাজবাড়ীর সাবেক এমপি কাজী কেরামতের রিমান্ড ও পৃথক মামলায় শ্যোন এরেস্ট শুনানী ২৮ এপ্রিল
রাজবাড়ী জেলা বাস মিনিবাস ও কোচ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অফিস উদ্বোধন
রাজবাড়ীতে ডিসি’র সাথে সাবেক এমপি খৈয়মের আলোচনার পর অটো বাইকের পৌর পার্কিং ফি ১২ টাকা নির্ধারণ
সর্বশেষ সংবাদ