ঢাকা মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪
পাংশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশনের ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন
  • মোক্তার হোসেন
  • ২০২৪-০৫-২৩ ১৬:০৭:৫৭

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশনের লক্ষণ সরকারকে সভাপতি ও অজয় কুমার সরকারকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

 গত ২১শে মে সংস্থার কার্যালয়ে পলাশ কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।

 কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পংকেশ সরকার, সহ-সভাপতি নিখিল সরকার ও সুবোধ সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক অরুন সরকার, উৎপল সরকার ও রাজ কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক দেবু সরকার, অর্থ সম্পাদক নির্মল সরদার, দপ্তর সম্পাদক সুকুমার সরদার, প্রচার সম্পাদক বিজয় সরকার, গণসংযোগ সম্পাদক অনিশ দাস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুবাস চন্দ্র সরকার, আইন বিষয়ক সম্পাদক দেবেন সরকার, যুব বিষয়ক সম্পাদক সুজন বিশ্বাস, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র বিষয়ক সম্পাদক মদন সরকার, মহিলা বিষয়ক সম্পাদক সাধনা রানী, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক চান্দু সরদার, তথ্য বিষয়ক সম্পাদক তাপস সরকার, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শ্যামল সরকার, প্রকাশনা বিষয়ক সম্পাদক শিমা রানী সরকার, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পলাশ সরকার, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী গবেষণা বিষয়ক সম্পাদক বিজয় সরকার, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক পুতুল সরদার, রাজনীতি বিষয়ক সম্পাদক কেতু সরকার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আনন্দ সরকার, পেশাজীবী বিষয়ক সম্পাদক সম্ভু চাদ সরকার, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাঞ্চন সরকার, কার্যনির্বাহী সদস্য, অর্জুন সরদার, শ্রীমতি শ্যামলী সরকার, সাধন কুমার দাস, মন্টু সরকার, শ্রীদাম সরদার, কমল সরকার, ফুলমালা সরকার, অখিল কুমার সরকার, স্বপন কুমার দাস, ছবিতা সরকার, সুজিত কুমার সরকার, স্বপন সরকার, গোলাপী  রানী সরকার, পবিত্র কুমার সরকার, মাধব সরকার পূর্ণ কুমার সরকার, রাজকুমার সরকার, উজ্জ্বল চন্দ্র সরকর, রতন কুমার সরকার, আলাপী রানী সরকার, রাজকুমার দাস ও উজ্জল সরকার।

 বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সিপন চন্দ্র সিং ও সাধারণ সম্পাদক পলাশ কুমার বিশ্বাস ইতোমধ্যে কমিটির অনুমোদন দিয়েছেন।

 

পাংশার পাট্টায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা স্বামী রতন গ্রেপ্তার॥আদালতে স্বীকারোক্তি
বালিয়াকান্দি ইউএনও অফিসের সাবেক প্রশাসনিক কর্মকর্তা এস এম আসলাম সড়ক দুর্ঘটনায় নিহত
পাংশার পাটিকাবাড়ীতে জমি নিয়ে বিরোধ
সর্বশেষ সংবাদ