বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী এলাকায় গতকাল ২৩শে মে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির প্রকল্পের আওতায় ‘সরিষা’ জাতীয় ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।
বালিয়াকান্দি উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ এনামুল কবির, ইউনিয়ন উপ-সহকারী কৃষি অফিসার মোঃ জহিরুল ইসলাম, গ্রীন এগ্রো প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোর্শেদ আলম ও প্রডাকশন ম্যানেজার মোঃ রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
মাঠ দিবসে অতিথিরা বলেন, তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় এ বছর এই ইউনিয়নে ৭০ হেক্টর জমিতে সরিষা চাষ করেছে চাষীরা। বিদেশ থেকে আমদানি কমিয়ে তেল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে এসব প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ প্রকল্পের আওতায় স্বল্পকালীন ফসল সরিষা, সূর্যমুখী ও তিল চাষ বৃদ্ধির জন্য চাষীদের উদ্বুদ্ধ করা হয়।
এ সময় স্থানীয় কৃষক-কৃষাণী, সাংবাদিক, কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।