ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
কশবামাজাইলে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম শুরু
  • মোক্তার হোসেন
  • ২০২৪-০৫-২৬ ০৬:৩৩:২৯

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কশবামাজাইল বাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের দ্বিতীয় তলায় গতকাল ২৫শে মে থেকে হাজেরা-করিম চ্যারিটেবল হেলথ কেয়ারের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হয়েছে।

 এ উপলক্ষে সকাল ৮টায় দোয়া মাহফিল এবং সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসূচি পরিচালিত হয়।

 কশবামাজাইল ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সোবাহান মাস্টার, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন, বীর মুক্তিযোদ্ধা সবেদ আলী জোয়ার্দ্দারসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ডেমনামারা জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আব্দুস সালাম।

 কশবামাজাইল ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সোবাহান মাস্টার জানান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান বিশ্বাসের অর্থায়নে, বিশিষ্ট সমাজসেবী মরহুম মাখন বিশ্বাসের কন্যা গুলনাহারের ব্যবস্থাপনায় এবং কশবামাজইল ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের তত্ত্বাবধানে মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করা হয়েছে। প্রতি শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম চলবে। প্রথম দিনে পাংশা শহরস্থ এস.এন মেডিকেল সেন্টারের নিয়মিত চিকিৎসক ডাঃ জোবায়ের হোসাইন চিকিৎসা সেবা প্রদান করেন। তাকে সহযোগিতা করেন গুলনাহার। প্রতি শনিবারের বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমের পাশাপাশি প্রতি মাসে ১দিন করে চক্ষু, শিশু ও হৃদরোগ বিশেষজ্ঞ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবেন।

 গতকাল শনিবার প্রথম দিনে প্রায় অর্ধশত রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ৩জন অসচ্ছল রোগীকে প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 
দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ
দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত নারী ও এনজিও’র সাথে ডিসির মতবিনিময়
কালুখালীতে শীতার্তদের মাঝে  রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ