আমেরিকার জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি অব পিস কর্তৃক প্রদত্ত “মানব সেবায়” সম্মান সূচক ডক্টরেট ডিগ্রী লাভ করেছেন রাজবাড়ী জেলার বরাট ভূমি কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার চৌধুরী নেসারুল হক।
সম্প্রতি দি জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি অব পিস, ফ্লোরিডা-ইউএসএ ও ডিপিআইএফ এন্টারটেইনমেন্ট, ইন্ডিয়া এবং সংশ্লিষ্ট দুবাই সংগঠন, গত জানুয়ারী ২০২৪, ভারতের নিউ দিল্লীসহ মিউনিসিপ্যাল কাউন্সিল অডিটরিয়ামে এক আনন্দঘন অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার চৌধুরী নেসারুল হক কে ঞযব এবড়ৎমব ডধংযরহমঃড়হ টহরাবৎংরঃু ড়ভ চবধপব, ঋষড়ৎরফধ, টঝঅ কর্তৃক ঐড়হড়ৎধৎু উড়পঃড়ৎধঃব অধিৎফ, ২০২৪ এ ভূষিত করা হয়।
জানা যায়, ইঞ্জিনিয়ার চৌধুরী নেসারুল হকের ইঞ্জিনিয়ারিং দক্ষতা, ক্রীড়া-সাহিত্য-সংস্কৃতি, সমাজে-সেবা, এবং মানবাধিকার মর্মে ব্যতিক্রমী-অসমান্য অবদান মূল্যায়নে ইউএসএ ফ্লোরিডার দি জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি অব পিস ফ্যাকাল্টি সিনেট নির্বাহী পরিষদ এবং অনার্স নমিনেশন এডভাইজরী বোর্ড এর সুপারিশ ও সিলেকশন ক্রমে ইঞ্জিনিয়ার চৌধুরী নেসারুল হক কে ঐড়হড়ৎধৎু উড়পঃড়ৎধঃব উবমৎবব রহ ঐঁসধহরঃরবং ২০২৪ সম্মান সূচক গাউন-ক্যাপ, মূল্যবান মেডেল, সু-দৃশ্য ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন ভারত সরকারের মন্ত্রীত্রয়- গৎ. ঋধমমধহ ঝরহময, কঁষধংঃব, গৎ. অঃযধধিষব এবং জম্মু কাশ্মীরের নারী মন্ত্রী উৎ. উধৎধশযংযধহ অহফৎধনর. অনুষ্ঠানে মন্ত্রীগণ ব্যতিক্রমী, বহুগুনে গুনান্বিত ড. ইঞ্জিনিয়ার চৌধুরী নেসারুল হকেকে ডড়ৎষফ খবমবহফ উল্লেখ পূর্বক ভূয়সী প্রশংসাসহ ধন্যবাদ জ্ঞাপন করেন। যাহা তার প্রাপ্ত মহা-গর্বের এক দুর্লভ সম্মননা।
উল্লেখ্য, যে আলহাজ্ব ড. ইঞ্জিনিয়ার চৌধুরী নেসারুল, কনক ১৯৪৬ সনে বৃহত্তর ফরিদপুরের রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানা ও উপজেলার খ্যাতনামা বরাট চৌধুরী পরিবারে জন্ম গ্রহণ করেন। পিতা, প্রয়াত চৌধুরী আব্দুল হামিদ ক্যালকাটা ইউনিভার্সিটি হতে ইংরেজীতে ডিস্টিংশন প্রাপ্ত সুখ্যাত রেলপথ কর্মকর্তা ছাড়াও ক্রীড়া ও সংস্কৃতিক পরিমন্ডলে পশ্চিমবঙ্গ এর বংলাদেশে সুপরিচিত ছিলেন। তার নামে প্রতিষ্ঠা পেয়েছে প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান “চৌধুরী আব্দুল হামিদ একাডেমী”। মাতা, প্রয়াত হাসমতুন্নাহার চৌধুরী হাসি, সুশিক্ষিত তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট আব্দুর রহিমের কন্যা, সংস্কৃতি মনা, সু-গৃহিনী, সমাজ হিতৈষী, দুস্থ-দরদী ছিলেন। আদর্শ-সু অভিভাবক পিতা-মাতার সচেতন যত্ন-তত্ত্ববাধনে চৌধুরী নেসারুল হক সরকারী দক্ষ ইঞ্জিনিয়ার, চৌকস ক্রীড়া ছাড়াও সমাজ ও দুস্থ সেবাসহ সংস্কৃতিকে মনে-প্রানে লালন করে চলেছেন।
তিনি গীতি কবি বাংলাদেশ বেতার-টেলিভিশনের গীতিকার-সুরকার এবং তালিকাভূক্ত দরদী কণ্ঠ-শিল্পী হিসাবে এপার-ওপার বাংলায় সমাদৃত। তিনি সুঅভিজ্ঞ- বিচক্ষন বিদ্যুৎ কর্মকর্তা, ক্রীড়া-সাহিত্য-সংস্কৃতি প্রেমী, সমাজ হিতেষী, বিনয়ী-আপোষহীন, সদাহাস্য, বহুগুনে গুনান্বিত ব্যতিক্রমী ব্যক্তিত্ব।
কঠোর পরিশ্রমী ও নির্ভরশীল, অতি সৎ আস্থাভাজন কর্মকর্তা হিসাবে, সরকারী বহু গুরু দায়িত্ব অবিশ্বাস্য নিপুনভাবে যথা সময়ে সম্পন্ন করে সর্বদাই প্রসংশিত হয়েছেন, হচ্ছেন। তার কৃত সফল বহু কর্মকান্ডের মধ্যে ১৯৭৬ সনে ময়মনসিংহে অনুষ্ঠিত বাংলাদেশ ৫ম জাতীয় এথলেটিক্স ক্রীড়া প্রতিযোগিতার ম্যারাথান এবং ওয়াকথন কমিটিদ্বয়ের প্রেসিডেন্ট এর বৃহৎ-দায়িত্ব অত্যন্ত সফলতার সথে পালন করে রাষ্ট্রপ্রতিসহ ক্রীড়ামোদী সকল মহলে ও জাতীয় পত্রিকা সমূহে দারুন ভাবে প্রশংসিত হন। ১৯৭০ সনে টেবিল-টেনিস প্রতিযোগিতায় ইষ্ট-পাকিস্তান চ্যাম্পিয়নহন। ২০০২ সনে ৬ হতে ৮ই মার্চ ইউএসএইড আয়োজিত শ্রীলংকার কলম্বোতে অনুষ্ঠিত সার্ক সম্মেলনে বাংলাদেশের পক্ষে সফল প্রতিনিধিত্ব করে প্রসংশিত হন।
২০০২ সনে প্রজেক্ট ডিরেক্টর আর আর এ, জিএস পদে বিদ্যুৎ প্রকল্প সমূহের অগ্রগতি সরকার প্রদত্ত ৫০% টার্গেট যখন কোন প্রকল্প পরিচালকই অর্জন করতে না পেরে ভৎসনা পেয়েছেন। সেক্ষেত্রে চৌধুরী নেসারুল হক অবিশ্বাস্যভাবে, প্রভূত প্রশংসিত হন। তার লিখিত ও প্রকাশিত বই “মম স্মৃতি গাঁথা” পাঠক নন্দিত। তার রচিত ও সুরকৃত গানের বই “আমার গানের মালা” দেশের মন্ত্রীগণ এবং গুনীজন প্রশংসিত, যাহা প্রকাশের পথে। অতিথি শিল্পী হিসাবে “বেদ্বীন” এবং “সঙ্গিনী” ছায়াছবি তে অভিনয় করে, সকলের দৃষ্টি কেড়ে প্রশংসিত হন। সঙ্গীত সাধনায় বৈশিষ্ট্যপূর্ণ অবদান-স্বীকৃতিতে নাট্য-সভা ২০২৪ সম্মননা লাভ করেন।
দেশে ইঞ্জিনিয়ারিং টিমের দায়িত্ব প্রাপ্ত হয়ে তিনি বহুবার বিদেশে বিদ্যুৎ বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। অদ্যবধি তিনি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন মূল্যবান পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়ে, দেশের নাম উজ্জ্বল করে সর্ব মহলে প্রশংসিত হয়ে আলহাজ্ব ড. ইঞ্জিনিয়ার চৌধুরী নেসারুল হক রাজবাড়ী জেলা তথা বাংলাদেশের ব্যতিক্রমী দুর্লভ অহংকার হয়েই থাকবেন চিরকাল।