ঘূর্ণিঝড় ‘রিমাল’ এর প্রভাবে পদ্মা নদী যে কোন সময় উত্তাল হতে পারে এমন আশঙ্কায় দুর্ঘটনা এড়াতে গতকাল ২৬শে মে সকাল সাড়ে ৯টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সকল লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডাব্লিউটিএ।
দৌলতদিয়া ঘাটে কর্মরত বিআইডাব্লিউটিএ-এর ট্রাফিক সুপারভাইজার মোঃ শিমুল ইসলাম লঞ্চ বন্ধের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নৌরুটে লঞ্চ সার্ভিস বন্ধ থাকবে।
ঘাটে আসা গাজীপুরগামী যাত্রী কামরুল হাসান বলেন, গত বৃহস্পতিবার ছুটিতে গ্রামের বাড়ি মেহেরপুর গিয়েছিলাম, আজ ঢাকা যাচ্ছি। ঘাটে এসে দেখি ঘূর্ণিঝড়ের কারণে লঞ্চ চলাচল বন্ধ, এখন ফেরীতে নদী পার হয়ে পাটুরিয়া ঘাট থেকে লোকাল বাসে যেতে হবে।
এদিকে বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যাবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাহ উদ্দিন জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ সার্ভিস বন্ধ থাকলেও ফেরী চলাচল স্বাভাবিক রয়েছে। বর্তমানে এ নৌরুটে ছোট-বড় মিলিয়ে ১০টি ফেরী দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।
তিনি আরও জানান, ঘাটে আসা ঢাকাসহ বিভিন্ন স্থানে সকল যাত্রীরা ফেরীতে পদ্মা নদী পারাপার হচ্ছে।