ঢাকা বুধবার, মার্চ ২৬, ২০২৫
গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আয়োজনে ইফতার মাহফিল
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-০৩-১২ ১৫:২৬:১৭

রাজবাড়ী জেলার গোয়ালন্দে সাংবাদিকদের সংগঠন “গোয়ালন্দ সাংবাদিক ফোরামের” আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 গতকাল ১২ই মার্চ সন্ধ্যায় গোয়ালন্দ শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাব সংলগ্ন সংগঠনের কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 
 দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আসাদুজ্জামান।
 গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহ্বায়ক মোঃ হেলাল মাহমুদের সভাপতিত্বে এ সময় গোয়ালন্দ ঘাট থানার ওসি(তদন্ত) উত্তম কুমার ঘোষ, আহলাদীপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম শেখ, উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ আহম্মেদ, বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান মজিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
 এছাড়াও গোয়ালন্দ সাংবাদিক ফোরামের যুগ্ম আহবায়ক মোঃ শামিম শেখ, মইনুল হক মৃধা, সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক লাল্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, মোঃ ফিরোজ আহম্মেদ, সদস্য এম রাশেদুল হক রায়হান, মুহাম্মদ আবুল হোসেন মোল্লা, শফিকুল ইসলাম শামীম, মোঃ মজিবুর রহমান খান জুয়েল, শেখ মমিন, মোঃ শাকিল মোল্লাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ববর্গ উপস্থিত ছিলেন।
 ইফতার মাহফিলে অতিথিবৃন্দ সাংবাদিকদের ভূমিকা, সমাজে তাদের অবদান ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা করেন।
 তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন এবং সত্য প্রকাশে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
 দোয়া মাহফিলে দেশের শান্তি, উন্নয়ন এবং সাংবাদিকদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন চ্যানেল এস টিভির গোয়ালন্দ প্রতিনিধি মোঃ জাহিদুল ইসলাম।
 দোয়া মাহফিল শেষে অতিথিসহ সবাই ইফতারে শরীক হন। গোয়ালন্দ সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ আগত অতিথিদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরণের আয়োজনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

 

কালুখালীতে আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ
গোয়ালন্দে চোরাই ভ্যান ও চার্জারসহ ১জন গ্রেফতার
কালুখালী উপজেলার ৯৯৮২টি অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ
সর্বশেষ সংবাদ