ঢাকা ও টোকিও গতকাল ১২ই মার্চ সরকারী-বেসরকারী অংশীদারিত্ব (পিপিপি) প্রকল্পের আওতায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্ল্যাটফর্ম টার্মিনাল-৩ প্রকল্প এবং বাংলাদেশের রেলওয়ে ও সড়ক পরিবহন খাতে সহযোগিতার ওপর আলোকপাত করে প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করেছে।
টোকিওতে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দলের সাথে জাপানের ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিরোফুমি আমাকাওয়ার সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রতিনিধি দল জাপানী পক্ষকে জানিয়েছে যে, টার্মিনাল-৩-এ কার্গো ও গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমের প্রস্তুতি দ্রুত এগিয়ে চলেছে, যাতে টার্মিনালের দ্রুত উদ্বোধন করা যায়।
প্রকল্পটি ত্বরান্বিত করতে বাংলাদেশের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব।
বৈঠকে কমলাপুর মাল্টি-মডেল ট্রান্সপোর্ট হাব, এমআরটি লাইন ৬, ঢাকা আউটার রিং রোড-২ ও ৩ প্রকল্প সম্পর্কেও বিস্তারিত আলোচনা হয়।
বাংলাদেশ তার পর্যটন খাতে বিনিয়োগ আকর্ষণ করতে জাপানের অধিকতর সহযোগিতা কামনা করে।
জাপানের প্রকৌশল ও গৃহায়ন বিষয়ক সহকারী উপ-মন্ত্রী ইয়োসুকে সুতসুমি ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশের প্রতিনিধি দলে ছিলেন- সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহসানুল হক, রেলপথ সচিব মোঃ ফাহিমুল ইসলাম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরিন জাহান, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অথরিটি’র প্রধান নির্বাহী কর্মকর্তা(সচিব) মুহাম্মদ রফিকুল ইসলাম ও জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী।
বৈঠকে অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ ও জাপানের মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্বের ওপর জোর দেওয়া হয়েছে, উভয় পক্ষই সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।