রাজবাড়ীতে জামায়াতে ইসলামী পৌর যুব বিভাগের উদ্যোগে গতকাল ১২ই মার্চ সন্ধ্যায় শহরের আজাদী ময়দানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের অফিসে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী পৌরসভা যুব বিভাগের সভাপতি মোঃ রাজু আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা জামায়াতে ইসলামীর আমীর এডঃ মোঃ নূরুল ইসলাম বক্তব্য রাখেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী পৌরসভা যুব বিভাগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম শরিফের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে পৌর জামায়াতে ইসলামী আমীর ডাঃ হাফিজুর রহমান, পৌর সেক্রেটারী মাওলানা লিয়াকত হোসেন, রাজবাড়ী পৌরসভার ৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় জামায়াতে ইসলামী পৌরসভার নেতৃবৃন্দ ও পৌর যুব বিভাগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতে ইসলামীর আমীর এডঃ মোঃ নূরুল ইসলাম বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা সবাই একত্রিত হয়ে এভাবে ইফতার করতে পারিনি। আমরা সকল ভাইয়েরা একত্রিত হয়ে মনের ভাব প্রকাশ করতে পারিনি। ফ্যাসিস্ট সরকার আমাদের ঘরবন্দী করে রেখেছিলো। গত ৫ই আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন হয়েছে।
তিনি আরও বলেন, মানুষ এখন পরিবর্তন চাই। আমাদের দেশের শাসক ব্যবস্থার পরিবর্তন আনতে হবে। বাংলাদেশকে ইসলামী শাসন ব্যবস্থায় নিয়ে আসতে হবে। ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের জন্য আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ক্ষমতায় আনবো। জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে দেশ থেকে সন্ত্রাস দূর হবে, দুর্নীতি দূর হবে, মাদক মুক্ত হবে।
ইফতার পূর্বে আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পৌরসভা ৪নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর এবি এম শফিকুল্লাহ।