ঢাকা শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫
রাজবাড়ীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-০৫-২৭ ০৭:৪১:৫২

 রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৬শে মে কালেক্টরেটের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় ‘রিমাল’ পরিস্থিতি মোকাবেলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। 

 সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু কায়সার খান। এ সময় জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহীম টিটন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল আমিন, জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল আলম, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাফর সাদিক চৌধুরী, কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোফ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 এ সময় জেলা প্রশাসক আবু কায়সার খান সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকার পরামর্শ প্রদান করেন।

 
রাজবাড়ীর সাবেক এমপি কাজী কেরামতের রিমান্ড ও পৃথক মামলায় শ্যোন এরেস্ট শুনানী ২৮ এপ্রিল
রাজবাড়ী জেলা বাস মিনিবাস ও কোচ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অফিস উদ্বোধন
রাজবাড়ীতে ডিসি’র সাথে সাবেক এমপি খৈয়মের আলোচনার পর অটো বাইকের পৌর পার্কিং ফি ১২ টাকা নির্ধারণ
সর্বশেষ সংবাদ