ঢাকা শনিবার, জুলাই ২৭, ২০২৪
পাংশায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে শ্রেণীকৃত ঋণ আদায় ক্যাম্প অনুষ্ঠিত
  • মোক্তার হোসেন
  • ২০২৪-০৫-২৮ ০৫:৩২:৫৯

রাজবাড়ী জেলার পাংশায় গতকাল ২৭শে মে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে শ্রেণীকৃত ঋণ আদায় ক্যাম্প ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। 

 জানা যায়, গতকাল সোমবার সকাল ১১টায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, পাংশা শাখায় শ্রেণীকৃত ঋণ আদায় ক্যাম্প ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।

 সভায় প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ঢাকাস্থ প্রধান কার্যালয়ের কর্মী ব্যবস্থাপনা বিভাগের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ আবুল কালাম আজাদ এবং বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক ব্যবস্থাপক পংকজ কান্তি দাস বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের পাংশা শাখার ম্যানেজার শেখ আফজাল হোসেন। উপস্থাপনা করেন ব্যাংকের সেকেন্ড অফিসার মেহেদী হাসান সিদ্দিকী।

 অতিথিবৃন্দ আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক উন্নয়ন কার্যক্রমে ব্যাংকের ভূমিকা তুলে ধরেন। সভায় সমন্বিত প্রচেষ্টায় ব্যাংকের সেবামূলক কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের গুরুত্বারোপ করা হয়।

 আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক পাংশা শাখার ম্যানেজার শেখ আফজাল হোসেন বলেন, দুর্যোগপূর্ণ আবহওয়ার মধ্যেও বকেয়া আদায় সন্তোষজনক হয়েছে।

 আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, পাংশা শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, গ্রাহক ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মাছপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন নতুন তারিখ ঘোষণা হয়নি
বসন্তপুরে এক বাড়ীতে ৩টি গরু চুরি॥গোয়াল ঘরে রেখে গেছে ছবি ও ঠিকানাসহ মানিব্যাগ
 অস্তিত্ব সংকটে বালিয়াকান্দি উপজেলার পৌণে চারশত বছরের নলিয়ার জোড় বাংলা মন্দির!
সর্বশেষ সংবাদ