জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে রাজবাড়ীতে গতকাল ২৮শে মে বিকেলে জেলা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে সিভিল সার্জন অফিসের আয়োজনে জেলা পর্যায়ের সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটনের সভাপতিত্বে কর্মশালায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ আব্দুল গাফফার।
কর্মশালায় জানানো হয়, আগামী ১লা জুন দিনব্যাপী রাজবাড়ী জেলার ৫টি উপজেলার ৪২টি ইউনিয়ন ও ৩টি পৌরসভার ১২৮ টি ওয়ার্ডে মোট ১০৬৯টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ১৮ হাজার ৩০০ জন শিশুকে ১ লাখ ইইউ(ইন্টারন্যাশনাল ইউনিট) ক্ষমতা সম্পূর্ণ ১টি করে নীল রঙের ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সের ১ লাখ ৩২ হাজার শিশুকে ২ লাখ ইইউ ক্ষমতা সম্পূর্ণ ১টি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সর্বমোট ১লাখ ৫০ হাজার ৩০০ জন শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। কেন্দ্রগুলোতে ২হাজার ১৩৮জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।
কর্মশালায় সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, ‘ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর অপুষ্টি, অন্ধত্ব প্রতিরোধ, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত, হাম ও ডায়রিয়াজনিত মৃত্যুর হার হ্রাসসহ সব ধরনের মৃত্যুর হার হ্রাস করে। তবে ভরা পেটে ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে। কোন অসুস্থ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না। ইতিমধ্যে ক্যাম্পেইন সফল করতে জেলা ও উপজেলা পর্যায়ে প্রচার-প্রচারণাসহ সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি ক্যাম্পেইন সফল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
ওরিয়েন্টেশন কর্মশালায় রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এডঃ খান মোঃ জহুরুল হক, সাধারণ সম্পাদক ও দৈনিক মাতৃকণ্ঠ পত্রিকার সম্পাদক খোন্দকার আব্দুল মতিনসহ জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।