ঢাকা শুক্রবার, মার্চ ১৪, ২০২৫
পাংশা থেকে সন্ত্রাসী সম্রাট বাহিনীর দুই সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার॥২দিনের রিমান্ডে
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-০৫-৩০ ১৬:৩২:১২

ভারতে পালিয়ে থাকা সন্ত্রাসী সম্রাটের বাহিনীর সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা(ডিবি)। এ সময় তাদের কাছ থেকে লোহার তৈরি একটি ওয়ান শুটার গান জব্দ করা হয়েছে।

 গতকাল ৩০শে মে সন্ধ্যায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মনিরুজ্জামান খান।

 গ্রেফতারকৃতরা হলো- পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের নাওড়া বনগ্রামের বিশ্বজিৎ মন্ডলের ছেলে দ্বিগ বিজয় মন্ডল(২০) ও সদর উপজেলার ছোট নুরপুর গ্রামের মোঃ ফরিদ শেখের ছেলে মোঃ মামুন শেখ(২৩)।

 জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, গত ২৯শে মে রাতে রাজবাড়ী জেলা পুলিশের গোয়েন্দা শাখার এসআই মোঃ হাসানুর রহমানের নেতৃত্বে একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের খামারডাঙ্গা গ্রামের বঙ্গবন্ধু সরকারী কলেজের পশ্চিম পাশের টিনশেড ভবনের ২নং কক্ষের সামনে থেকে সন্ত্রাসী সম্রাট বাহিনীর সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করে।

 প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, তারা বিভিন্ন সময়ে সম্রাটের নির্দেশে পাংশাসহ আশপাশ এলাকায় নিরীহ মানুষদেরকে অস্ত্র দ্বারা ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড করে আসছিল। তারই ধারাবাহিকতায় ঘটনাস্থল এলাকায় সম্রাট বাহিনীর আধিপত্য বিস্তার এবং এলাকায় ত্রাস সৃষ্টি করার জন্য আসামীরা অস্ত্রসহ অবস্থান করছিল।

 জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মনিরুজ্জামান খান বলেন, গ্রেফতার মোঃ মামুন শেখের বিরুদ্ধে ইতোপূর্বে আরও একটি অস্ত্র মামলার তথ্য পাওয়া গেছে। এ ঘটনার বিষয়ে পাংশা মডেল থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের রাজবাড়ী আদালতে পাঠানো হলে আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।

 
গোয়ালন্দে পদ্মা থেকে অবৈধভাবে কোটি কোটি টাকার বালু উত্তোলন॥প্রশাসন নীরব
 পাংশা উপজেলা প্রশাসনের পৃথক তিনটি সভা অনুষ্ঠিত
কালুখালীতে নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
সর্বশেষ সংবাদ