ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল ৩০শে মে বালিয়াকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস, জঙ্গীবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ী জেলা কার্যালয়ের উপ-পরিচালক এস.এম হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার ফিরোজ আল মামুন বক্তব্য রাখেন।
সভায় ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শতাধিক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।