স্বচ্ছতা, জবাবদিহিতা, উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও চাহিদা নিরুপনে জন অংশগ্রহণে গত ৩০শে মে বিকালে রাজবাড়ী জেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদে আগামী ২০২৪-২০২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল।
সভায় উন্মুক্ত বাজেট ঘোষণা করেন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মেনামুল হাসান মিন্টু।
জানা গেছে, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ২০২৪-২০২৫ অর্থ বছরের মোট আয় ৬ কোটি ৪৭ লক্ষ ৭৮ হাজার ৫০৫ টাকা ও মোট ব্যয় ৬ কোটি ৪৬ লক্ষ ২৮ হাজার ৫০৫ টাকা ধরা হয়েছে। এতে উদ্বৃত্ত থাকবে ১ লক্ষ ৫০ হাজার টাকা।
সভায় অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ শফিকুল ইসলাম, উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আফরোজা রাব্বানী, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জামাল মোল্লা বক্তব্য রাখেন। এ সময় ইউনিয়ন পরিষদের সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।