ঢাকা শুক্রবার, মে ৯, ২০২৫
বালিয়াকান্দির নতুন ইউএনও কাবেরী রায়ের দায়িত্ব গ্রহণ
  • তনু সিকদার সবুজ
  • ২০২৪-০৬-০৩ ০৫:৩৮:০৮

 বালিয়াকান্দির নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কাবেরী রায় গতকাল ২রা জুন যোগদান করেছেন। 
 উপজেলা পরিষদ কার্যালয়ে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম তাকে স্বাগত ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় নবাগত উপজেলা নির্বাহী অফিসারের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এর আগে ২৮শে মে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে তিনি যোগদান করেন উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়। 
 জানা গেছে, কাবেরী রায় ৩৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। বালিয়াকান্দি যোগদানের আগে তিনি কুড়িগ্রাম জেলার রাজহাট উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। পরে গত ৭ই মে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের প্রজ্ঞাপনে তাঁকে বালিয়াকান্দিতে পদায়ন করা হয়। দিনাজপুর জেলায় তার নিজ বাড়ী। তিনি দুই কন্যার জননী। দায়িত্ব গ্রহণের পর তিনি সকলের সহযোগিতা কামনা করেন। 
 উল্লেখ্য, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে যোগদান করবেন। 

 

পাংশার পাট্টায় কৃষক রাশেদুল হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন
গোয়ালন্দ মোড়ে মোবাইল কোর্টে দুই হোটেল মালিককে জরিমানা
গোয়ালন্দে বিনামূল্যে চিকিৎসা সেবা॥ঔষুধ ও চশমা বিতরণ
সর্বশেষ সংবাদ