ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
পাংশায় সন্ত্রাসীদের গুলিতে গ্রাম পুলিশ গুলিবিদ্ধ॥৫টি বাড়িতে গুলিবর্ষণ
  • মোক্তার হোসেন
  • ২০২৪-০৬-০৩ ০৫:৩৯:৫৫

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর ইউপির বসাকুষ্টিয়া গ্রামে গ্রাম পুলিশ সদস্য মনিরুল (৪০)কে গত ১লা জুন দিনগত রাত ১টার দিকে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়েছে।

 আহত মনিরুল বসাকুষ্টিয়া গ্রামের করম আলী শেখের পুত্র। পায়ের গোড়ালির উপরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 এছাড়া একই রাতে পার্শ্ববর্তী রাজ্জাক, কালাম ও রেজাউলের বাড়িতে গুলি ছুড়ে এবং মোহাম্মদ নামক এক ব্যক্তির বাড়িতে গিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে দুর্বৃত্তরা নির্বিঘ্নে ঘটনাস্থল ত্যাগ করে। চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা তান্ডব চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 জানা যায়, ১০/১২ জনের অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী দল গ্রাম পুলিশ সদস্য মনিরুলের বাড়িতে প্রবেশ করে ঘুম থেকে তাকে ডেকে তোলে। ঘুম থেকে উঠে ঘরের বারান্দায় আসা মাত্র দুর্বৃত্তরা তাকে মারধর করে এবং দুই রাউন্ড গুলি ছুড়ে। পায়ের গোড়ালির উপরে গুলিবিদ্ধ মনিরুলের ক্ষত স্থান থেকে রক্তক্ষরণ হয়। মনিরুলকে লক্ষ্য করে দুই রাউন্ড, রাজ্জাকের বসত বাড়িতে ৪/৫ রাউন্ড, সাবেক মেম্বার কালামের বাড়িতে ৩ রাউন্ড, রেজাউলের বাড়িতে দুই রাউন্ড রাবার বুলেট গুলি ছুড়ে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

 খবর পেয়ে রাতেই পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) স্বপন কুমার মজুমদারসহ সঙ্গীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং আলামত সংগ্রহ করেন।

 যোগাযোগ করা হলে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, এলাকায় পুলিশি টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। অবৈধ আগ্নেয়াস্ত্রধারী সন্ত্রাসীদের পরিচয় সনাক্তকরণসহ গ্রেফতারে পুলিশি তৎপরতা চলছে।

 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ