ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ীতে প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-০৬-০৪ ০৪:৫৩:৪০

 হার পাওয়ার প্রকল্পের অধীনে রাজবাড়ীতে সদর উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে গতকাল ৩রা জুন সকালে উপজেলা পরিষদের হল রুমে ৬মাসব্যাপী প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। 

 রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু কায়সার খান বক্তব্য রাখেন। 

 এ সময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জনি খান, রাজবাড়ী সদর উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মোঃ আব্দুল করিম, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাহার আলী ও জেলা এনজিও ফেডারেশনের সভাপতি লুৎফর রহমান লাবুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, আমাদের দেশের নারীরা এখন পিছিয়ে নেই। তারা বিভিন্ন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ নিয়ে নিজেরা স্বাবলম্বী হচ্ছে, দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বর্তমান সরকার নারীদের উন্নয়নের জন্য একটি প্রকল্প চালু করেছে সেটা হলো হার পাওয়ার প্রকল্প। এটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতায় পরিচালিত হচ্ছে। এই প্রকল্পের আওতায় আমাদের দেশের নারীরা প্রশিক্ষণ নিয়ে আইটি সেক্টরে দক্ষ হচ্ছে। সরকার এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণার্থী নারীদের বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করছে। আমাদের দেশের নারীরা এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে এবং ২০৪১ সালের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ভূমিকা রাখবে।

 উল্লেখ্য, ৫টি ব্যাচে ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব, শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব, রাজবাড়ী আদর্শ মহিলা কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাব, শ্রীপুর লজ্জাতুন্নেছা কামিল মাদ্রাসার শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও আলাদিপুর উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। ১০৫জন প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করবে।

 এর আগে এ প্রশিক্ষণের জন্য অনলাইনে ৫৫০ জন রেজিষ্ট্রেশন করে। এদের মধ্যে বাছাই পরীক্ষা শেষে ১০৫ জন প্রশিক্ষণার্থী মনোনীত হয়। প্রশিক্ষণ শেষে ১০৫ জনকে একটি করে ল্যাপটপ ও সার্টিফিকেট প্রদান করা হবে।

 
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ