ঢাকা রবিবার, আগস্ট ৩, ২০২৫
প্রয়াত আ’লীগ নেতা ডাঃ শেখ আব্দুস সোবহানের তৃতীয় মৃত্যু বার্ষিকী আজ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৬-০৪ ০৪:৫৫:২২

 আজ ৪ঠা জুন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ডাঃ শেখ আব্দুস সোবহানের তৃতীয় মৃত্যু বার্ষিকী।  

 নিউমোনিয়া আক্রান্ত হয়ে ২০২১ সালের ৪ঠা জুন সকাল ৭টায় তিনি রাজধানী ঢাকার রাবডেম হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। একই দিন বিকালে বাদ আছর রাজবাড়ী শহরের শহীদ খুশি রেলওয়ে ময়দানে তার নামাজে জানাযা শেষে শহরের ভবানীপুর ২নং পৌর কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। 

 উল্লেখ্য, ডাঃ শেখ আব্দুস সোবহান বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা ও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ এস এ মালেকের ছোট ভাই।

 ডাঃ শেখ আব্দুস সোবহান পল্লী চিকিৎসক ও সমাজসেবক কেমিস্টস এন্ড ড্রাগিস্টস রাজবাড়ী জেলা শাখার কয়েক বারের সফল সভাপতি ছিলেন।

 মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।

 
রাজবাড়ীতে রেমিট্যান্স যোদ্ধা দিবস  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
 রাজবাড়ী শহরের ভবানীপুরে রেলওয়ের জমি থেকে অবৈধভাবে বালি বিক্রির পাঁয়তারা
বালিয়াকান্দিতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের  অভিযানে নিষিদ্ধ জাল জব্দ॥আগুনে পুড়িয়ে ধ্বংস
সর্বশেষ সংবাদ