ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
দৌলতদিয়া মডেল হাইস্কুল মাঠে ফুটবল প্রতিযোগিতা ও পুুরস্কার বিতরণ অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৬-০৫ ০৪:৪৩:৪১

 রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৩-২০২৪ এর আওতায় গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাই স্কুল মাঠে গতকাল ৪ঠা জুন ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠান হতে ৬০জন বালক এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। 

 প্রতিযোগিতায় চৌধুরী আব্দুল হামিদ একাডেমীকে ৩-১ গোলে পরাজিত করে গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 

 দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ সহিদুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ শফিকুল ইসলাম।

 অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসার মোঃ শাহীন সুলতান রাজা। 

 প্রতিযোগিদের মাঝে ট্রফি ও জার্সি বিতরণ করা হয়। বিপুল সংখ্যক দর্শক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও ক্রীড়াবিদের উপস্থিতিতে এই প্রতিয়োগিতা অনুষ্ঠিত হয়।  

 
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ