‘বৈশিক পুষ্টিতে দুধ অপরিহার্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে গতকাল ৪ঠা জুন সকাল ১০টায় রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের স্কুল মিল্ক ফিডিং ও টি-শার্ট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ সময় বিদ্যালয়ের ২শত শিক্ষার্থীর মাঝে তরল দুধের প্যাকেট ও টি-শার্ট বিতরণ করা হয়।
রাজবাড়ী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রকাশ রঞ্জুন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলী বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে জেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রশিক্ষণ অফিসার ডাঃ নুরুল ইসলাম তালুকদার, সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ খায়ের উদ্দিন আহমেদ ও জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস।
বক্তারা বলেন, আগামীতে মেধাবী ও সু-স্বাস্থ্য সম্পূর্ণ জাতি গঠনের দুধের বিকল্প নাই। প্রতিদিন সব বয়সী মানুষের এক গ্লাস করে দুধ খাওয়া প্রয়োজন এবং দুধ উৎপাদন ও আমিষের ঘাটতি পুরণে সবার সহযোগিতা প্রয়োজন। নিয়মিত দুধ খেলে মেধার বিকাশ ঘটে।
প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, মেধাবী প্রজন্ম গড়তে হলে তাদের পুষ্টির চাহিদা নিশ্চিত করতে হবে। আর পুষ্টির চাহিদা নিশ্চিতে দুধপানের কোন বিকল্প নেই। দুধে মানব দেহের জন্য প্রয়োজনীয় প্রচুর পরিমাণে শোষণ যোগ্য ক্যালসিয়াম এবং আমিষ, শর্করা, ভিটামিন, খনিজ, চর্বিসহ অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে। দুধ হচ্ছে একটি আদর্শ খাবার। দুধ শরীরকে ভালো ও সুস্থ রাখার পাশাপাশি শরীরে শক্তি জোগান দেয়। একজন শিশু মেধাসম্পন্ন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে উঠতে হলে দুধের বিকল্প নেই। দুগ্ধ উৎপাদন বৃদ্ধি শুধুমাত্র আমাদের জাতীয় পুষ্টি ঘাটতিই পূরণ করবে না জাতীয় স্বাস্থ্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই দুগ্ধ উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট আমাদেরকে সকলের আন্তরিক প্রচেষ্টা আগামীতে সুস্থ সবল জাতি গঠনেও সহায়ক ভূমিকা পালন করবে।