ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
পাংশায় ন্যাশনাল ব্যাংকে বিদায় ও বরণ অনুষ্ঠান
  • মোক্তার হোসেন
  • ২০২৪-০৬-০৫ ১৬:৩৮:০১

 রাজবাড়ী জেলার পাংশায় গতকাল ৫ই জুন সন্ধ্যায় ন্যাশনাল ব্যাংক পিএলসি’তে ব্যবস্থাপক মোঃ জামির মহলদারের বিদায় সংবর্ধনা এবং একই সাথে সদ্য যোগদানকৃত ব্যবস্থাপক নাজমুল হাসানের বরণ অনুষ্ঠিত হয়েছে।

 পাংশা শহরস্থ ন্যাশনাল ব্যাংক মিলনায়তনে ব্যাংকের পাংশা শাখার সদ্য যোগদানকৃত ব্যবস্থাপক নাজমুল হাসানের সভাপতিত্বে এবং ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ও অপারেশন ম্যানেজার মোঃ মহিদুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ বক্তব্য রাখেন।

 অন্যান্যের মধ্যে ন্যাশনাল ব্যাংক লিমিটেড কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক জিএম বেলাল আহমেদ, ন্যাশনাল ব্যাংক লিমিটেড রাজবাড়ী শাখার ব্যবস্থাপক আলী আহমেদ মজুমদার, যশাই ইউপির প্রাক্তন চেয়ারম্যান চাঁদ আলী খান ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইদ্রিস আলী মন্ডল বক্তব্য রাখেন।

 বক্তারা খুলনা জোনের মধ্যে ন্যাশনাল ব্যাংক লিমিটেডকে এক নম্বরে উত্তীর্ণ করার ক্ষেত্রে ব্যাংকের কর্মকর্তা ও গ্রাহকদের সমন্বিত প্রচেষ্টার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার সাহা(কার্তিক সাহা), গোলাম ফারুক মিঞা, আবুল কালাম আজাদ, আব্দুস সামাদ লাল্টুসহ শতাধিক ব্যবসায়ী, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ী ব্যাংক ব্যবস্থাপক ও নবাগত ব্যাংক ব্যবস্থাপক এবং অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

 
পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ওয়াকাথন
বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবী
সর্বশেষ সংবাদ